সোনারগাঁও দর্পণ :
শখের বশে লকডাউন পরিস্থিতি দেখতে বেড়িয়ে পুলিশের হাতে ১৫ জন গ্রেফতার হয়েছে। শুক্রবার (২ জুলাই) রাতে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ও পিরোজপুর এলাকা থেকে এদের গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
গ্রেফতারকৃতরা হলো, ঢাকার বাড্ডার বাগাপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে জাহিদ হাসান শাওন (২৮), নোয়াখালী জেলার সোনামুড়ি থানার পূর্ব চাঁদপুর এলাকার শাহজাহান ভূইয়ার ছেলে আখতারুজ্জামান (২৬),চাঁদপুরের কচুয়া থানার নিশ্চিন্তপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে কামাল হোসেন (২৬), একই থানার দক্ষিণ পেয়ারাপুরের আবুল খায়েরের ছেলে মিলন (২৮), গোবিন্দপুর গ্রামের আলী হোসেনের ছেলে ফিরোজ (২৬), বেগমগঞ্জ থানার নরোত্তমপুর এলাকার মৃত মোস্তফার ছেলে মাসুদ আলম (৩৫), নাটেশ^র এলাকার শাহরালমের ছেলে সালাউদ্দিনের (২৮), একই এলাকার আবুল খায়েরের ছেলে মাহফুজের (২১) ও শাহজাহান (৫০), শাহজাহানের ছেলে জুয়েল (২৫), মীর্জা নগর এলাকার মৃত তোফায়েলের ছেলে সাব্বির (২৩), বেলায়েত হোসেনের ছেলে ফাহিম (১৮), শাহআলমের ছেলে রবিউল আলম (২৩), পশ্চিম নাটেশ^র এলাকার মুর্শেদের ছেলে সাইমন (১৬) এবং মির্জানগর এলাকার আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (২৭)।
তবে, শনিবার (৩ জুলাই) সকালে গ্রেফতারকৃতদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
Post a Comment