সোনারগাঁও থেকে কুখ্যাত ডাকাত রতন মিয়া ওরফে গালকাটা কালু ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় শনিবার দিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১৪-৩৩১৪), দুটি শাবল, লোহার পাইপ, হাতুরী, রানদা ও ছুড়ি উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার ইয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় উপজেলার সোনাখালী এলাকার আবাদি ফিলিং ষ্টেশনের কাছ থেকে ফতুল্লার পঞ্চবটি এলাকার মুসলিম নগর আহছান উল্লার বাড়ীর ভাড়াটিয়া রতেন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী স্থানীয়ভাবে গলাকাটা কালু নামেই পরিচিত বলে জানতে পেরেছি। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment