সোনারগাঁওয়ে নেছিমন নামে আনুমানিক ৭৫ বছর বয়সের এক নারী নিখোঁজ হয়েছেন। গত ৫ মে বুধবার তার নিজ বাড়ি মোগরাপাড়া ইউনিয়নের কাফরদি গ্রাম থেকে নিখোঁজ হন। নিখোঁজ নেছিমন কাফরদি গ্রামের মৃত আবু মুছা মিয়ার স্ত্রী ও পরিবহন শ্রমিক স্বপন এর মা।
পরিবহন শ্রমিক স্বপন জানান, তার মায়ের স্মৃতিশক্তি সাধারণ মানুষের চেয়ে অনেক কম। তাই বেশিরভাগ সময়ই তাকে চোখে চোখে রাখতে হতো। প্রায়ই বাড়ির বাহিরে চলে যেত। অনেক খোঁজাখোঁজি করে বের করতে হতো। তিনি জানান, দুই-একটি বাড়ি পার হলেই তার ‘মা’ নিজে বাড়ি চিনে ফিরতে পারতেন না।
সবশেষ গত ৫ মে সকালে সকলের অগোচরে বাড়ির বাইরে বেরিয়ে আর ফেরেনি। অনেক সন্ধানের পর কোন খোঁজ না পেয়ে আজ (০৭ মে) সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৩০৭ এপ্রিল) করেছেন। স্বপন সকলের কাছে তার মা’কে খুঁজে পেতে সাহায্য চেয়েছেন। যদি কেউ তার মায়ের সন্ধান পান তাহলে তার মোবাইল নাম্বার ০১৮১২-৩১ ৮৭ ০৯ এবং ০১৬১১-৪৫ ৭৮ ৬১ নাম্বারে ফোন দিতে অনুরোধ করেছেন।
Post a Comment