সোনারগাঁও দর্প ণ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রিপন বিশ্বাস নামে এক বিকাশ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত আহত করে তার সাথে থাকা টাকা-পয়সা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় একটি সূত্র জানায়, বস্তল স্ট্যান্ডে ফার্মেসী ও বিকাশ ব্যবসায়ী রিপন শুক্রবার রাত ৯ টা ৩০ মিনিটে দোকান বন্ধ করে স্ট্যান্ডের পাশেই তার বাড়ি যাওয়ার পথে বাড়ির পাশ থেকে মোটরসাইকেল করে ৩ জন অজ্ঞাত যুবক ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। এ সময় তার কাছে থাকা নগদ টাকা মোবাইল ও ম্যানিব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রæত চলে যায় ছিনতাইকারীরা। এ সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে দ্রæত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ওই এলাকার দায়িত্বে থাকা তালতলা পুলিশ ফাঁরির ইনচার্জ (এসআই) আজিজুল ইসলাম জানান, এমন কোন সংবাদ তারা পাননি বা এ ব্যাপারে কেউ কোন অভিযোগও করেননি।
Post a Comment