সোনারগাঁও দর্পণ :
গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ন মহাসচিব আল্লামা মামুনুল হকের দাবিকৃত দ্বিতীয় স্ত্রীসহ অবরুদ্ধ পরবর্তী হেফাজতের নেতা কর্মীদের তান্ডবের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর শাশুরি জহুরা বেগম বাদি হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে তিনি তার বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার কথা উল্লেখ করেছেন। এতে আনোয়ার হোসেনকে প্রধান আসামী করে ১০৩ জনের নাম উল্লেখসহ আরও দুইশো থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামী দেখানো হয়েছে। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৮টি মামলা করা হল।
এরআগে, ৩ এপ্রিলের ঘটনায় হেফাজত কর্মী ও অনুসারীদের দ্বারা স্থানীয় আওয়ামীলীগের প্রধান কার্যালয় ভাংচুর, উপজেলা যুবলীগের সভাপতির বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতির বাড়িতে ভাংচুরের ঘটনায় মোট ৪টি মামলা হয়। এছাড়া সরকারী কাজে বাধা, মহাসড়কে নাশকতা করায় সোনারগাঁও থানা পুলিশের পক্ষ থেকে ২টি এবং স্থানীয় সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগে একটি মামলা হয়।
Post a Comment