সোনারগাঁও দর্পণ :
স্ব-স্ত্রী অবকাশ যাপন করতে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের দ্বারা নির্যাতন, অপমান ও অপদস্তের বিষয়ে মামুনুল হকের পক্ষে থানায় অভিযোগ করা হয়েছে। আজ রবিবার (৪ এপ্রিল) দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগটি করেন মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী নামে ঢাকা ১০ আসনের হেফাজত ইসলামের এক নেতা। অভিযোগে, শনিবার সোনারগাঁও রয়েল রির্সোটে মামুনুর হককে তার দ্বিতীয় স্ত্রীসহ অবরুদ্ধ করে রাখার ঘটনায় হোটেল মালিক সাইদুর রহমানের ম্যানেজার ও কর্মচারীরা মামুনুল হকের নিরাপত্তা দিতে ব্যর্থ হন উল্লেখ করে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ রনির নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামী করা হয়।
সোনারগাঁওয়ের হেফাজত ইসলামের নেতা ও চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন খাঁন ও মাওলানা ইকবাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থেকে অভিযোগ পত্রটি সোনারগাঁ থানাও ওসি রফিকুল ইসলামের হাতে তুলে দেয়া হয়।
Post a Comment