Halloween Costume ideas 2015

বাবা-মায়ের পাশে সমাহিত হলেন আব্দুল মতিন খসরু


সোনারগাঁও দর্পণ :

বাবা-মায়ের কবরের পাশে চির নিন্দ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সুপ্রিম  কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। রাজধানী ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে ৫ দফা নামাজে জানাযা শেষে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাদ আসর তাকে দাফন করা হয়।

করোনার স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জানাজায় অংশ নিতে ও শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার লোক অংশ নেয়।

এর আগে বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার বকশীবাজার আলীয়া মাদারাসা মাঠে প্রথম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা ও পরে চতুর্থ জানাজা বিকেল ৪টায় ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 

জানাজায় কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, মরহুমের ছোট ভাই অ্যাডভোকেট আবদুল মুমিন ফেরদৌস, মরহুমের ছেলে আবদুল মুমিন ওয়াছিফ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম  খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এরআগে, ১৪ এপ্রিল বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে  (সিএমএইচ) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭১ বছর বয়সি আবদুল মতিন খসরু। 

আব্দুল মতিন খসরু কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে ১৯৯১-১৯৯৬, ১৯৯৬-২০০১, ২০০৯-২০১৪, ২০১৪-২০১৮ ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget