আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে সকল ধরণের দোকান-পাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সে ক্ষেত্রে অবশ্যই প্রতিটি প্রতিষ্ঠান এবং ক্রেতাদের যথাযথ স্বাস্থ্যবিধি পালন করার কঠোর নির্দেশা দেয়া হয়েছে। আজ শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম তার নিজ ফেসবুক পেইজে মন্ত্রী পরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনটি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আগের নির্দেশনার ধারাবাহিকতায় ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে নতুন এই নির্দেশনা জারি করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Post a Comment