সোনারগাঁও দর্পণ :
অবশেষে নিষিদ্ধ করা হয়েছে দেশের কওমি মাদরাসার ছাত্র ও শিক্ষকদের সব ধরনের রাজনীতি। রোববার (২৫ এপ্রিল) কওমি মাদরাসার সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ এর স্থায়ী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রোববার বিকেলে বোর্ডের অফিস সম্পাদক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দেশের কওমি অঙ্গনে বিরাজমান অস্থিরতা থেকে ঐতিহ্যবাহী কওমি শিক্ষাব্যবস্থার সুরক্ষা এবং ওলামায়ে কেরামের শান ও মান বজায় রেখে স্বাভাবিক অবস্থায় নানামুখী দিনি কার্যক্রম চালিয়ে যাওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরির উদ্যোগ নিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে বিবৃতিতে।
এদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী। কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সবধরণের রাজনীতি বন্ধ হওয়ার সিদ্ধান্তের পর আজ রোববার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বাবুনগরী।
মাত্র ১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হেফাজত ইসলাম’র কেন্দ্রীয় কমিটির কিছু নেতার পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান। তবে, আগামীতে আহবায়ক কমিটির কার্যক্রম আবার শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।
Post a Comment