মদের নেশা কাটাতে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে মারা গেছে ৭ মদোদি শ্রমিক। প্রতিবেশি দেশ ভারতের রাজ্য মহারাষ্ট্রের যাভাৎমাল জেলার বানি গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশ জানায়, ওই ব্যক্তিরা সবাই মদ কিনতে চাইলেও লকডাউনের কারণে মদের দোকান থাকায় মদ কিনতে পারেনি। তাই অবশেষে মদের নেশা কাটাতে তারা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার পান করেন। পরে সবাই অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগেও দেশটির অন্ধ্রপ্রদেশে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটে। সূত্র - এনডিটিভি
Post a Comment