সোনারগাঁও দর্পণ :
কোভিড-১৯ বা করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় সোনারগাঁওয়ে ১৪ জন নতুন শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় মোট ৬১ জনের পরীক্ষা হলে প্রতিবেদনে ১৪ জন আক্রান্ত হওয়ার তথ্য মিলে। বাকী ৪৭ জনের প্রতিবেদনে নেগেটিভ আসে। সোনারগাঁও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা এ তথ্য জানান।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১০ জন পুরুষ আর ৪ জন নারী। তাদের মধ্যে বৈদ্যের বাজারের হাড়িয়ায় একজন পুরুষ ও প্রেমের বাজারে একজন মহিলা, পৌরসভার আদমপুর, গোয়ালদি, খাসনগর দিঘিরপাড়ে একজন করে পুরুষ ও দৈলেরবাগে ২জন পুরুষ, পিরোজপুরের কাদিরগঞ্জে একজন পুরুষ ও একজন মহিলা, নোয়াগাওয়ের লাদুরচরে একজন মহিলা, মোগরাপাড়ার হাবিপুরে জন পুরুষ ও ছোট সাদিপুরে একজন পুরুষ এবং কাঁচপুরে একজন পুরুষ আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত সোনারগাঁওয়ে করোনা ভাইরাসে মোট ১ হাজার ৭২ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৩৬ জন। সুস্থ্য হয়েছেন ৮৮৭ জন।
Post a Comment