বিনোদন দর্পণ :
ঢাকাই চলচ্চিত্রের নায়ক ও ঢাকা-১৭ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত সহকারী এ তথ্য জানান। আমরা শুনেছি নায়ক ফারুক আর নেই এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এখনো চিকিৎসক চেষ্টা করে যাচ্ছেন। তবে স্যারের (ফারুক) অবস্থা ভাল নয়।
এরআগে, সোমবার (৫ এপ্রিল) ফারুকের পাকস্থলিতে রক্তক্ষরণ হয় বলে জানিয়েছিলেন আকবর হোসেন পাঠানের ছেলে রোশন পাঠান শরৎ।
এরও আগে নায়ক ফারুক অসুস্থ হয়ে গত ১৩ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি আছেন। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
Post a Comment