সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতির সময় দুই ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার দিবাগত রাতে উপজেলার সনমানন্দী ইউনিয়নের হরিহরদী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থনীয়রা জানান, গত বুধবার রাতে হরিহরদী এলাকায় ডাকাতির জন্য প্রস্তুতি নেয়ার টের পায় এলাকাবাসী। এ সময় একদল ডাকাতকে ঘেরাও করে। তাদের মধ্যে সোনারগাঁওয়ের পাশবর্তী আড়াইহাজার এলাকার মারুবদীর নয়ন (২৫) ও একই এলাকার আবু নাঈম (১৭) নামের দুই ডাকাতকে ধরতে সক্ষম হলেও বাকীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
সোনারগাঁও থানা পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment