সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও উপজেলার রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের সহিংসতা মামলায় এজাহারভুক্ত আরও ১০ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান। আজ (১১ এপ্রিল) রবিবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঈসাখাঁ মার্কেটসহ উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা সংশ্লিষ্ট একটি সূত্র জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বাগেরহাট জেলার সদর থানার মান্দ্রা এলাকার রজব আলী মোল্লার ছেলে ও বাংলাবাজার এলাকার উলুকান্দি মাদ্রাসায় কর্মরত শহিদুল ইসলাম ও সোনারগাঁও উপজেলার বাংলাবাজার কাটাখালী এলাকার আবু জাহেরের ছেলে হাসান রয়েছে।
সোনারগাঁও থানার ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েই তাদের গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন মামলায় হেফাজতের মোট ৩২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মতো অন্যান্য আসামিদেরও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Post a Comment