Best Viral Premium Blogger Templates

কাঁচপুরে খুন হওয়া সহোদরের দাফন সম্পন্ন

Monday, February 27, 2023 | February 27, 2023 WIB Last Updated 2023-02-27T15:34:34Z


সোনারগাঁও দর্পণ : 

সোনারগাঁও উপজেলার কাঁচপুরের পাঁচপাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধে খুন হওয়া আসলাম সানি (৪৮) ও শফিকুল ইসলাম রনি (৩৫)’র দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কাঁচপুর রহিম স্টিল মিলের পাশে সামাজিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

এরআগে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ থেকে ময়নাতদন্ত শেষে দুই ভাইয়ের মরদেহ নিজ এলাকায় পৌঁছলে স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

পরে বাদ মাগরিব কাঁচপুর মঞ্জিলখোলা ঈদগাহ ময়দানে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নিহতের স্বজনসহ হাজারো মানুষ জানাজায় অংশ নেন। এসময় জানাজায় অংশ নেয়া সকলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এরআগে, পূর্ব শত্রæতার জেরে রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নিহতদের বাড়ির পাশ দিয়ে সরকারি একটি সড়কের ড্রেনে পাইপ বসানোকে কেন্দ্র করে চাচাতো ভাই মহিউদ্দিনের সাথে বাকবিতন্ডার একপর্যায় আসলাম সানি ও শফিকুল ইসলাম রনি খুন হন। এসময় তাদের আরেক ভাই রফিকুল ইসলাম আহত হন।

Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • কাঁচপুরে খুন হওয়া সহোদরের দাফন সম্পন্ন

Trending Now

Advertisement