Best Viral Premium Blogger Templates

কাঁচপুরের সিনহায় শ্রমিক বিক্ষোভ

Monday, June 7, 2021 | June 07, 2021 WIB Last Updated 2021-06-07T13:23:14Z

সোনারগাঁও দর্পণ :

কাঁচপুরে অবস্থিত পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনহা টেক্সটাইলের হাজার হাজার শ্রমিক বিক্ষোভ করেছে। আজ সোমবার সকালে  সিনহা গার্মেন্টের বিভিন্ন ইউনিটের প্রায় সাত হাজার শ্রমিক-কর্মচারী প্রতিষ্ঠান চত্তরের ভেতর তাদের সাত দফা দাবী আদায়ের লক্ষ্যে এ বিক্ষোভ করে।

প্রতিষ্ঠানটির একাধিক শ্রমিক জানায়, অনিয়মিতভাবে তাদের লে-অফ প্রদান বন্ধ, প্রতি মাসের সাত তারিখের মধ্যে বেতন পরিশোধ, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে সংশ্লিষ্টদের ভাতা প্রদান, চাকরি ইস্তফা দেয়ার ৬০ দিনের মধ্যে শ্রমিকদের সমস্ত পাওনা পরিশোধ, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বন্ধ, চাকুরির নিশ্চয়তা প্রদান এবং প্রতিষ্ঠান চালাতে ব্যর্থ হলে শ্রমিকদের চার মাসের ছুটির টাকাসহ সার্ভিসের সকল টাকা পরিশোধের দাবীতে তারা এ বিক্ষোভ করে।

বিক্ষুব্দ শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ ছয় বছর আগে থেকেই উপরোল্লিখিত দাবীগুলো প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে দিলে কর্তৃপক্ষ দাবিগুলো মেনে নিতে একাধিকবার প্রতিশ্রæতি দিয়ে আসলে আজও দাবিগুলো মানা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানায়, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে সিনহা গার্মেন্টের পরিচালক অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা তারেক শ্রমিকদের সাথে কথা বলতে গেলে বিক্ষুব্দ শ্রমিকরা তাকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায় তারা মহাসড়কে উঠার চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্তৃপক্ষের সাথে সমস্যা সমাধানের আশ^াস দিলে শ্রমিকরা শান্ত হয়।

এ বিষয়ে সিনহা গার্মেন্টের পরিচালক তারেকের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, শ্রমিকরা তাদের কাজ বন্ধ রেখে কিছু দাবি-দাওয়া নিয়ে প্রতিষ্ঠানটির ভেতরেই বিক্ষোভ করে। পুলিশি তৎপরতার কারণে তাদের বিক্ষোভ প্রতিষ্ঠান কম্পাউন্ডের ভেতরেই সীমাবদ্ধ থাকে। কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • কাঁচপুরের সিনহায় শ্রমিক বিক্ষোভ

Trending Now

Advertisement