সোনারগাঁও দর্পণ :
পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম মেঘনা শিল্পাঞ্চল এলাকার ঝাউচর গ্রামে নির্মাণাধীন আরসিসি রাস্তা পরিদর্শন করেছেন। দুপুরে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য সেলিম রেজা, স্থানীয় যুবলীগ নেতা আবু হানিয়া, মাসুম বিল্লাহসহ স্থানীয় কর্মীদের নিয়ে তানভীর পেপার মিল থেকে ঝাউচর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা ও ড্রেনের কাজের অগ্রগতি দেখতে পরিদর্শন করেন।
পরে গতকাল (বুধবার) গঙ্গানগর গ্রামে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রত্যেক পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রতি দেন।