Halloween Costume ideas 2015
সর্বশেষ পোস্ট
অপরাধ অর্থ ও বাণিজ্য আওয়ামী লীগ আদালত আন্তর্জাতিক উত্তরা পূর্ব থানা কাঁচপুর খেলাধুলা গজারিয়া গণমাধ্যম গাজীপুর চট্টগ্রাম জাতীয় জামপুর জামায়াত ঢাকা তথ্যপ্রযুক্তি থানা প্রশাসন দাউদকান্দি ধর্ম নরসিংদী নারায়ণগঞ্জ নোয়াখালী নোয়াগাও পর্যটন ও পরিবেশ পিরোজপুর পৌরসভা ফতুল্লা বন্দর বরগুনা বারদী বিএনপি বিনোদন বৈদ্যের বাজার ভারত ভুলতা মুন্সিগঞ্জ মোগরাপাড়া রাজনীতি রাজনীতি. রাজনীতি. বিএনপি রাজনীতি.মোগরাপাড়া রাজশাহী রূপগঞ্জ র‌্যাব র‌্যাব-11 শম্ভুপুরা শিক্ষা শিক্ষা ও সংস্কৃতি সন্মান্দি সংস্কৃতি সাদীপুর সাভার সারাদেশ সিদ্ধিরগঞ্জ সিভিল প্রশাসন সিলেট সোনারগাঁও স্বাস্থ্য কথা


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে প্রায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চান্দেরকীর্তি এলাকায় ভ্যেকু দিয়ে সড়কের পাশে মাটির নিচ থেকে সঞ্চালন গ্যাসের এসকল অবৈধ পাইপ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করা হয়। এ সময় ওই এলাকার অবৈধ গ্যাস সংযোগ কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার উদ্ধার করে জব্দ করা।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সোনারগাঁও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইব্রাহীম বলেন, বৈধ গ্রাহকরদের সঠিকভাবে গ্যাস পেতেই তিতাসের এ উদ্যোগ। সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। 



সোনারগাঁও দর্পণ :

হবিগঞ্জের বানিয়াচং-এ রাজীব নূরসহ চারজন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ও বিশ্ব পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি পুনরুদ্ধারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে রামনাথ বিশ্বাসের হবিগঞ্জের বাড়ি দখলমুক্ত ও সাংবাদিকদের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

সূবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় রামনাথ বিশ্বাসের বাড়িটি উদ্ধার করে সেটি জাদুঘর হিসেবে সংরক্ষণেরও দাবি জানান বক্তারা।

এরআগে, গত রোববার দুপুরে সিলেটের হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ২ নম্বর ইউনিয়নে রামনাথ বিশ্বাসের বাড়ির সামনে হামলার শিকার হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর, বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া, হবিগঞ্জ সমাচার পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তৌহিদ এবং দেশসেবা পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা।

সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিষ পর্যটক ও লেখক আশরাফুজ্জামান উজ্জ্বল, সাংবাদিক ও লেখক শরীফ উদ্দিন সবুজ, বাসদের জেলা সভাপতি নিখিল দাস, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজনসহ অনেকে। 



সোনারগাঁও দর্পণ :

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িতে বেড়াতে যাওয়া পর্যটক রাজিবনূরসহ ৪ সাংবাদিকের ওপর হামলাকারীদের মধ্যে ওয়ালিদ (২৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার চাঁনপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওয়ালিদ চাঁনপাড়ার ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ির ‘দখলদার’ আব্দুল ওয়াহেদের ছেলে।

এরআগে, রোববার দুপুরের পর সাইকেলে বিশ্বভ্রমণকারী ও ভ্রমণকাহিনী লেখক বানিয়াচং উপজেলার ২ নম্বর ইউনিয়নে রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে যান। সেখানে হামলার শিকারদের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর, বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ’র বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ, হবিগঞ্জ সমাচার পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তৌহিদ এবং দেশসেবা পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা অবৈধ দখলদারদের হামলার শিকার হোন।

পরে এ ঘটনায় রোববার রাতেই সাংবাদিক তৌহিদ মিয়া বাদী হয়ে ‘দখলদার’ আব্দুল ওয়াহেদ, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ ও ওয়াসিফের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা করেন।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁও উপজেলার ব্যবসায়ী কাওসার হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামী গোলজারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা’র সদস্যরা। সোমবার বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলের গাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরআগে, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারী (রেবাবার) সকালে কুমিল্লার ইলয়টগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কাউসারের লাশ পায় পুলিশ। কাওসারের মৃত্যু নিয়ে পুলিশ এবং পরিবারের সদস্যদের বক্তব্য পৃথক ছিল। পুলিশের দাবি, কাওসার মটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছে। আর তার পরিবার ও লাশ গোসল করা ব্যক্তিদের দাবি, কাওসারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারণ হিসেবে তারা জানান, প্রথমত মটরসাইকেলে সড়ক দুর্ঘটনা হলে স্বাভাবকিভাবে যে পরিস্থিতি হয় তার কিছুই মটরসাইকেল ও মরদেহ উদ্ধারের সময় উপস্থিত ছিলনা। এছাড়া, মৃতের শরীরের অন্ডকোষ ছিল থেতলানো আর ডান কানের লতির নিচের দিকে কিছু দিয়ে ছিদ্র করা ছিল। পরে গোলজার নিহতের পরিবারের সাথে দেখা করে দাবি করেছে, পুলিশের রাইফেলের বাটের আঁঘাতে মৃত্যু হয় কাওসারের। যদিও পরে অজ্ঞাত কারণে সে কথা থেকে সরে আসে গোলজার।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রæয়ারী গরু কিনতে (পরিবারের সদস্যদের ভাষায়) উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচআনী গ্রামের তাইজউদ্দিনের ছেলে গোলজারের সাথে তার বন্ধু মোগরাপাড়া ইউনিয়নের আবু জাফরের ছেলে কাওসার মটরসাইকেলে করে কুমিল্লায় যান। পরে তারা সময়মতো না আসায় পরিবারের লোকজন খোজ করলে ১৩ ফেব্রুয়ারী সকালে কুমিল্লার ইলয়টগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কাউসারের লাশ পায় পুলিশ বলে জানতে পারে। ঘটনার পর থেকে কাউসারের বন্ধু গোলজার লাপাত্তা ছিল। তখন পুলিশ জানায়, গোলজারের ব্যবহৃত মোবাইল সেটটি কাউসারের প্যান্টের পকেট থেকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি মরদেহের সাথে সামনে পুলিশ লেখা একটি মটরসাইকেলও সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। যে মটরসাইকেলটি কাউসারের বন্ধু গোলজারের মেয়ে স্বামীর বলে জানায় নিহতের পরিবারের সদস্য ও পাঁচআনী গ্রামের স্থানীয়রা। কাওসারের ছোট ভাই মাহবুব জানায়, বাড়ি থেকে বের হওয়ার সময় কাওসার গরু কেনার জন্যে একলাখ টাকা নিয়ে বের হয়। পরে আইনি আনুষ্ঠানিকতা শেষে লাশ দাফনের জন্যে আনলে কাওসারের অন্ডকোষ থেতলানো এবং ডান কানের লতির নিচে ছিদ্র দেখতে পান পরিবারের সদস্য ও মরদেহ গোসল করানো ব্যক্তিরা। পরে তার ছোট ভাই মাহবুব বাদি হয়ে গোলজারকে প্রধান আসামী করে এবং ৬/৭ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি হত্যা মামলা করেন।


সোনারগাঁও দর্পণঃ

বর্তমান সরকারের ১৩ বরছরের বেশি শাসনামলে সারের দাম ১ টাকা ও বাড়ায়নি সরকার এর তথ্য  জানিয়ে কৃষি মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. আব্দুর রাজ্জাক বলেছেন ২০০৮ সালে এ দেশের কৃষক বি এনপি জোট সরকারের কাছে কম মূল্যে সার চেয়ে উপহার হিসেবে বুলেট পেয়েছিলো আর বি এনপি কে সেই বুলেটের জবাব ভোটের মাধ্যমে দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জবাব দিয়েছিলো।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব  কথা বলেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্তে এবং সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির প্রথম যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার ও ২য় যুগ্ম আহয়বায়ক মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় বিশেষ অথিতি ছিলেন, আওয়ামী লীগের সাংঘঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগের আওয়ামী লীগের দ্বয়িত্ব প্রাপ্ত সাবেক বস্ত্র ও পাঠ মন্ত্রী মির্জা আজম,  সাবেক খাদ্য মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম,আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধান মন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আঈন বিষয়ক সম্পাদক এডভোকেট নজিবুল্লাহ বিরু, কার্যনির্বাহী সদস্য এডভোকেট সাঞ্জিদা খানম, নারায়ণগঞ্জ ৪ আসনের সদস্য এ কে এম শামীম ওসমান, উপমন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পারেশনের মেয়র ডা. সেলিনা হায়ৎ আইভিসহ অনেকেই উপস্তিত ছিলেন।

 

এ সময়, দীর্ঘ ২৫ বছর পর সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হলেও স্থানীয় নেতাকর্মীদের সরব উপস্তিতি, উৎসাহ আর  উদ্দীপনা দেখে অভিভুত হয়ে ২৫ বছর আগে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের  প্রয়াত সভাপতি আবুল হাসনাত এর সাথে রাজনৌতিক ও ব্যাক্তিগত স্মৃতিচারণ করে প্রধান অথিতি আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের ও মানুষের কল্যানের জন্য রাজনীতি করেন। সোনারগাঁও আওয়ামী লীগের যে কমিটি করতে যাদেরকে যোগ্য মনে করেছেন তাদেরকেই কমিটিতে স্থান দিয়েছেন। তাই এই কমিটি আগামী নির্বাচনই নয় আওয়ামী লীগ তথা শেখ হাসিনার হাতকে  শক্তিশালী করতে সকল দ্বিধাদন্ধ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও প্রত্যাশা করেন। পরে এডভোকেট সামছুল ইসলাম ভূইয়াকে সভাপতি, মাসুদুর রহমান মাসুমকে সহ-সভাপতি এবং আব্দুলাহ আল কায়সারকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করেন।




সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁও আওয়ামী লীগ থেকে মাহফুজুর রহমান কালামকে মাইনাস করা বোঁধ হয় আর হলো না ! অবশেষে স্বরূপেই ফিরছেন মাহফুজুর রহমান কালাম ! এমনই আভাস দিয়েছে আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সূত্রটি জানায়, মাহফুজুর রহমান কালাম আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা। বিশেষ করে কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচীতে তার ছিল সরব উপস্থিতি। তবে, বিগত দিনে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তিনি দলের নির্দেশ ভঙ্গ করায় কেন্দ্র তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়। এমনকি উপজেলা আহ্বায়ক কমিটিতেও রাখা হয়নি তাকে। কালাম দীর্ঘ দিন তার অপরাধকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি সর্বোপরি দলের সভানেত্রীর মমতাময়ী দৃষ্টি কাড়ার চেষ্টা করেছেন। এছাড়া দীর্ঘ ২৫ বছর পর সোনারগাঁও আওয়ামী লীগের যে সম্মেলন হচ্ছে সেখানে যেন মাহফুজুর রহমান কালামকে সভাপতি বা সাধারণ সম্পাদক না হলেও একটা মর্যাদাপূর্ণ পদে রাখা যায় সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে ! বলে সূত্রটি দাবি করে। 


এ ব্যাপারে মাহফুজুর রহমান কালাম জানান, আমাকে উপজেলা আওয়ামী লীগ থেকে মাইনাস করার অপচেষ্টাতো অনেক দিন ধরেই হচ্ছে। তবে, আজ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভ‚ইয়া, ১ম যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, ২য় যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাসুমসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা আমার পৌরসভার চামেলী ভবনে আসেন। সম্মেলনকে ঘিরে তারা কি করছে, কিভাবে অনুষ্ঠান সাজিয়েছেন এমন নানা বিষয়ে আমাকে জানান এবং আলোচনা করেন। আমিও বিকাল ৪টার দিকে মঞ্চস্থানে যাই। কাজ ঠিকমতো হচ্ছে কি-না খোঁজ নিয়েছি। আশাকরি আগামী কালের সম্মেলন সফলভাবে সম্পন্ন  করতে পারব।

এক প্রশ্নের জবাবে মাহফুজুর রহমান কালাম বলেন, কেন্দ্রের কথার বাইরে গিয়েতো আর কারো কিছু করার ক্ষমতা নাই। কেন্দ্র থেকে যদি আমাকে কমিটিতে রাখার জন্য বলে তাহলে হয়তো রাখবে। দেখা যাক কি হয়। এ ব্যাপারে আমি তেমন কিছু জানিনা। তবে, আমি আওয়ামী লীগের জন্যে নিবেদিত হয়ে কাজ করেছি। আমৃত্যু কাজ করে যাব। 



সোনারগাঁও দর্পণ :

বহুপ্রতিক্ষিত কাউন্সিল। দীর্ঘ দুই যুগেরও বেশি অপেক্ষার অবসান হচ্ছে। রাত যেন শেষ হবার নয়। কখন কাটবে রাতের আঁধার। শুধু এই ভেবে যেন ঘুম নেই সোনারগাঁও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের চোখে।

এদিকে সম্মেলনকে ঘিরে তৈরি মঞ্চের কাজ শেষ। সেও যেন অপেক্ষায় কখন বরণ করবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা,মন্ত্রী,এমপি আর স্থানীয় নেতাকর্মীদের। আজ মঞ্চ নির্মাণেরে শেষ মুহুর্তের কাজ পরিদর্শণ করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভ‚ইয়া, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির ২য় যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাসুমসহ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা। 

উপজেলা আহŸায়ক কমিটির ধারণা কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার নেতা-কর্মীর সমাগম ঘটবে এই সম্মেলনে। যেখানে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড, মো, আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী’র বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কমপক্ষে ১০ জন কেন্দ্রীয় নেতা। আর তারা আসছেন আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদিষ্ট হয়ে। এছাড়া, দীর্ঘ ২৫ বছর পর যেখানে সম্মেলন হতে যাচ্ছে সেখানে বর্তমান সময়ের বাঘা-বাঘা নেতারা আসবেন না তা কি করে হয়। আর সেখানে তাদের মতো নেতাদের আগমন হবে সেখানে প্রতিটি নেতাকর্মীদের মধ্যে সাঁজ-সাঁজ রব আর উৎসব উৎসব ভাব থাকবেনা তাতো হতে পারেনা। 

তাই সম্মেলনকে ঘিরে সরব উৎসবমুখর সোনারগাঁও আওয়ামী লীগ।


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget