নারীদের নিয়ে সোনারগাঁওয়ে মুজাহিদ মল্লিকের বৈঠক
সোনারগাঁও দর্পণ ;
সোনারগাঁওয়ে নারীদের নিয়ে বৈঠক করেছেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির ১ নং সহ সভাপতি এবং নারায়ণগঞ্জ ৩ আসন এর মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়েনের আমতলা এলাকায় আইকন ইন্টারন্যাশনাল স্কুলে তিনি এ বৈঠক করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা আলোকে নারীদের নিয়ে "জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহন গণতন্ত্র, সমতা ও অগ্রগতির প্রতিশ্রুতি শীর্ষক বিএনপির নির্বাচনী ভাবনা ও আলোচনা সভা"র অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দল নেত্রী সালমা আক্তার। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদল নেতা পারভেজ চৌধুরী চপল।
বিগত সরকারের অর্থ লুটপাটের বিষয় তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিকের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশে পুরুষদের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে নারীরাও যেন বিশেষ অবদান রাখতে পারে সে লক্ষ্যে৷ কাজ করবে বিএনপি। যা তারেক রহমান ঘোষিত ৩১ দফায় সুস্পষ্ট উল্লেখ রয়েছে।
এছাড়াও নারীদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দিবেন বলে তিনি উল্লেখ করেন।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা সংবলিত লিফলেট উপস্থিত সকলের মাঝে বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধাঁনের শীষ প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।



