Halloween Costume ideas 2015
October 2025
অপরাধ অর্থ ও বাণিজ্য আওয়ামী লীগ আদালত আন্তর্জাতিক উত্তরা পূর্ব থানা কাঁচপুর খেলাধুলা গজারিয়া গণমাধ্যম গাজীপুর চট্টগ্রাম জাতীয় জামপুর জামায়াত ঢাকা তথ্যপ্রযুক্তি থানা প্রশাসন দাউদকান্দি ধর্ম নরসিংদী নারায়ণগঞ্জ নোয়াখালী নোয়াগাও পর্যটন ও পরিবেশ পিরোজপুর পৌরসভা ফতুল্লা বন্দর বরগুনা বারদী বিএনপি বিনোদন বৈদ্যের বাজার ভারত ভুলতা মুন্সিগঞ্জ মোগরাপাড়া রাজনীতি রাজনীতি. রাজনীতি. বিএনপি রাজনীতি.মোগরাপাড়া রাজশাহী রূপগঞ্জ র‌্যাব র‌্যাব-11 শম্ভুপুরা শিক্ষা শিক্ষা ও সংস্কৃতি সন্মান্দি সংস্কৃতি সাদীপুর সাভার সারাদেশ সিদ্ধিরগঞ্জ সিভিল প্রশাসন সিলেট সোনারগাঁও স্বাস্থ্য কথা


সোনারগাঁও দর্পণ ;

সোনারগাঁওয়ে নারীদের নিয়ে বৈঠক করেছেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির ১ নং সহ সভাপতি এবং নারায়ণগঞ্জ ৩ আসন এর মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়েনের আমতলা এলাকায় আইকন ইন্টারন্যাশনাল স্কুলে তিনি এ বৈঠক করেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা আলোকে নারীদের নিয়ে "জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহন গণতন্ত্র, সমতা ও অগ্রগতির প্রতিশ্রুতি শীর্ষক বিএনপির নির্বাচনী ভাবনা ও আলোচনা সভা"র অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দল নেত্রী সালমা আক্তার। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদল নেতা পারভেজ চৌধুরী চপল। 

বিগত সরকারের অর্থ লুটপাটের বিষয় তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিকের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশে পুরুষদের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে নারীরাও যেন বিশেষ অবদান রাখতে পারে সে লক্ষ্যে৷ কাজ করবে বিএনপি। যা তারেক রহমান ঘোষিত ৩১ দফায় সুস্পষ্ট উল্লেখ রয়েছে। 

এছাড়াও নারীদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দিবেন বলে তিনি উল্লেখ করেন।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা সংবলিত লিফলেট উপস্থিত সকলের মাঝে বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধাঁনের শীষ প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে বস্তাবন্দী অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। মোটা কাগজের কার্টুনের ভিতর কালো পলিথিনের ওপর সাদা কসটেপে মোড়ানো অবস্থায় একটি বড় ব্যাগ থেকে  মঙ্গলবার (১৪ অক্টোবর)  বিকাল ৪টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঐতিহাসিক গ্রান্ড ট্রাংক রোডের বন্দরগামী কাইকারটেক ব্রীজ এলাকার ওই রোডের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এরআগে দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা পুলিশকে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের মামা সাগর ঘটনাস্থলে গিয়ে লাশটি তার ভাগনির বলে শনাক্ত করে। এ ঘটনায় জড়িত সন্দেহে রায়হান নাম এক যুবককে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও এলাকায় একটি ওষুধের দোকান থেকে সন্ধ্যার পর আটক করে।

নিহত সায়মার মামা সাগর জানায়, মোগরাপাড়া ইউনিয়েনের আমতলা এলাকার শহিদুল্লাহর বাড়িতে তার বোনের সাথেই ভাড়ায় বসবাস করতো সায়মা আক্তার মীম। তার বাবার বাড়ি পাবনা জেলার সুজানগর থাকার দয়াল নগর গ্রামে। বাবার নাম সাইফুল ইসলাম। সায়মা আক্তার মীম স্থানীয় এলাকায় একটি ফাস্টফুড দোকানে কাজ করতো। 

তিনি আরও জানান, গত শুক্রবার সকাল ১০টা থেকে সায়মা নিখোঁজ হয়। নিখোঁজের পর বিভিন্ন স্থানে সন্ধান করে না পেয়ে মঙ্গলবার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। 

নিহত সায়মার মামা সাগর জানান, তার ভাগ্নি কুমিল্লার রায়হান নামের এক যুবকের সাথে দু’বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে করে। তার দাবি, স্বামী রায়হান তার ভাগ্নিকে শ্বাসরোধে হত্যার পর ব্যাগ ভর্তি করে লাশ ফেলে দেয়। তার স্বামীকে গ্রেপ্তার করলেই হত্যাকান্ডের রহস্য বেরিয়ে আসবে। 

এদিকে, সন্ধ্যার পর মঙ্গলেরগাঁও এলাকায় সন্দেহাতীতভাবে অটক রায়হানকে অটকের পর আমতলা এলাকায় নারায়ণগঞ্জ নৌ পুলিশের সার্কেল এসপি আলমগীর হোসেনের নেতৃত্বে সায়মার ভাড়া বাড়িতে নিয়ে যায়। পরে রায়হানের কথার সূত্রধরে সায়মার ব্যবহার করা মোবাইল উদ্ধার করেছে বলে একটি সূত্র দাবি করেছে। এ সময় সায়মার বাড়ি থেকে ক্যান বিয়ারসহ বেশ কিছু আলামত জব্দ করে নৌপুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র দাবি করে, নিহত সায়মা আড়াই মাসের মাসের অন্ত:সত্তা ছিল।

সোনারগাঁও থানার পরিদর্শক মো. রাশেদুল হাসান খাঁন রাত ১০টা ৪৯ মিনিটের দিকে বলেন, কসটেপে মোড়ানো ব্যাগ থেকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে এখনও অভিযান চলছে। তবে, তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা সম্ভব না।


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে  (শেখ সাহেব বাড়ি নামে বেশি পরিচিত) নিজ ঘরে স্বামী সাব্বির (২৩) ও স্ত্রী সিনথিয়া (২০)’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। 

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে বিবেচনায় রাখলেও সিনথিয়ার পরিবার ও স্থানীয়রা বিষয়টিকে হত্যাকাÐ বলে দেখছে। স্থানীয়দের দাবি, পিতা-পুত্রের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সৎ মায়ের হস্তক্ষেপ তুচ্ছ ঘটনাটিকে হত্যাকাণ্ডে পরিণত করেছে। 

অপরদিকে নিহত সিনথিয়ার মা শাহেরা বানু জানান, স্বামী-স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্বে জেরে কিছু দিন আগে স্থানীয় পঞ্চায়েতে সমস্যার সমাধান হয়। তবে, ঘটনাটিকে হত্যা বলেই তিনি মনে করেন এবং সুষ্ঠু তদন্ত করলে তার ধারণাই ঠিক হবে বলে বিশ্বাস করেন তিনি।  

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র জানায়, উপজেলার  মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের নূর মোহাম্মদের ছেলে সাব্বিরের সাথে বন্দর উপজেলার গোকুল দাশের বাগ (গোলদেশের বাগ) আনন্দ নগর এলাকার নবীর হোসেনের মেয়ে সিনথিয়ার ২০২১ সালে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এরই মাঝে তাদের দাম্পত্য জীবনে দুই বছর বয়সী সাফরান হাসান নুর নামে এক ছেলে জন্ম নেয়। 

তারা আরও জানান, সাব্বিরের মা গত হলে তার মামার বাড়ির সম্পত্তি থেকে টাকা এনে স্থানীয় এলাকায় কিছু জমি নিজ নামে ক্রয় করেন সাব্বির। পরে ৫/৬ বছর আগে তার বাবা নুর মোহাম্মদ দ্বিতীয় বিয়ে করেন। এদিকে, সাব্বির উন্নত জীবন-যাপনের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার ইচ্ছা করলে তার বাবাও রাজি হয়। কিন্তু, সৎ মা নুর মোহাম্মদকে তার ছেলে সাব্বিরকে বিদেশ পাঠাতে হলে সাব্বিরের মামার বাড়ি থেকে পাওয়া সম্পত্তি বিক্রি করে যে জমি ক্রয় করেছে সে জমি তার বাবার নামে লিখে দিলেই কেবল বিদেশের টাকা নুর মোহাম্মদকে দেওয়ার শর্ত দেয়। এ নিয়ে সৎ মা, ছেলে আর বাবার সাথে দ্বন্দ্ব কিছুদিন ধরে চরম পর্যায় পৌঁছে বলে দাবি করেন তারা। আর এ ঘটনা নিয়েই স্বামী-স্ত্রী’কে হত্যা করে ঝুলিয়ে রাখতে পারে বলে স্থানীয় সূত্র দাবি করে। 

শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। রাত ৩টার দিকে পুলিশ নিহতদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

নিহত সাব্বিরের বড় বোন নুপুর আক্তার বলেন, গত ২০ দিন আগে গ্রামের পঞ্চায়েত বসে তাদের দুজনের দ্বন্ধ নিরসন করেন। এরপর তাদের মধ্যে কোন সমস্যা ছিল না। শুক্রবার রাতেও তার ( ভাই সাব্বির) বাসায় গিয়েছিলেন। খাবার খেয়ে চলে আসেন। পরে মৃত্যুর খবর পেয়ে তাদের বাসায় আসেন। 

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল হাসান খান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget