Best Viral Premium Blogger Templates

জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে সোনারগাঁও প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Wednesday, February 8, 2023 | February 08, 2023 WIB Last Updated 2023-02-18T16:24:35Z


সোনারগাঁও দর্পণ:

জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সোনারগাঁও প্রেসক্লাবের ৩৫ বছর পূর্তি ও ৩৬ বছরে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারী) দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে সোনারগাঁও রয়েল রির্সোটে বেলা ১১টায় পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা আওয়ামী সভাপতি ও সোনারগাঁও উপজেলা  পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া।

সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। 

সোনারগাঁও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ার-উল-ইসলাম, সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা মাহফুজর রহমান ও ফিরোজ হোসাইন মিতা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,  সোনারগাঁও থানার ওসি (তদন্ত ) আহসানউল্লাহ, জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট নুরজাহান বেগম ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা।

পায়ড়া উড়িয়ে উদ্বোধনের পর কোরআন তেলোয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়।

এরপর সোনারগাঁও প্রেসক্লাবের ৩৫ বছর পূর্তিতে ৩৫ পাউন্ডের কেক কাটা হয়। এছাড়া দুর্বার নামে একটি স্মরনিকাও প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য হারুন অর রশিদ, সোনারগাঁও প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোকাররম মামুন, সদস্য আনিসুর রহমান সজিব, সালমা আক্তার কণা, সুমন আল হাসান, মাহবুব হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও জি আর ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির সদস্য ফারুক হুসেইন, মোহাম্মদ হোসাইন, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন ঝন্টু,বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সোনারগাঁওয়ের সমন্বয় বেলায়েত হোসেন,  আক্তার হাবীব, গাজী মোবারক প্রমুখ।

সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন সংস্কৃতি মন্ত্রনালয়ের মিডিয়া ফেলোশিপ পুরস্কার পাওয়ায় অনুষ্ঠানের একপর্য়ায় ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সুজন মাহমুদ ও তার দল।




Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে সোনারগাঁও প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Trending Now

Advertisement