Best Viral Premium Blogger Templates

সোনারগাঁও প্রেস ক্লাবে দুর্ধর্ষ চুরি

Tuesday, November 22, 2022 | November 22, 2022 WIB Last Updated 2023-02-18T16:24:35Z


সোনারগাঁও দর্পণঃ

সোনারগাঁও প্রেস ক্লাবে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । গতকাল মঙ্গলবার আনুমানিক  ভোর পাঁচ টার সময় একটি সংঘবদ্ধ চোরের দল প্রেস ক্লাবের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ  কাগজপত্র,  ৭৫ হাজার টাকা ও সাংবাদিকদের ব্যবহৃত কম্পিউটার  চুরি করে নিয়ে যায়। পরে সকালে সাংবাদিকরা এসে দেখেন ক্লাবের টিনের চাল কাটা এবং আসবাবপত্র এলোমেলো। পরে চুরির বিষয়টি চোখে পড়ে। 


এ ব্যাপারে সোনারগাঁও  প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আনোয়ার  হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।


এ বিষয়ে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন বলেন, প্রতিদিনের ন্যায় সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন শেষে রাত দশটার দিকে প্রেস ক্লাব বন্ধ করে বাসায় চলে যায়। পরে ভোর রাতে এ চুরি সংগঠিত হয়।  চুরির ধরন দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত চুরি। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান তিনি। 


খবর পেয়ে সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া,  নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর সাবেক সদস্য এডভোকেট নুরজাহান বেগম,  সোনারগাঁ  থানার ওসি মাহবুব আলম ও সেকেন্ড অফিসার ইমরান হোসেনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।


সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, উপজেলা পরিষদ চত্বরের মধ্যে অবস্থিত প্রেস ক্লাবে এ চুরি সংগঠিত হয়েছে। এটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।  আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করার চেষ্টা চলছে।

Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • সোনারগাঁও প্রেস ক্লাবে দুর্ধর্ষ চুরি

Trending Now

Advertisement