Best Viral Premium Blogger Templates

পরকীয়া টিকিয়ে রাখতেই স্বামীকে হত্যা করে শাহিনুর, আদালতে স্বীকারোক্তি

Monday, September 26, 2022 | September 26, 2022 WIB Last Updated 2023-02-18T16:24:35Z


সোনারগাঁও দর্পণ :

অবৈধ প্রেমিকের সাথে পরকীয়া সম্পর্ক টিকিয়ে রাখতেই স্বামীকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে আদালতে শাহিনুরের স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে হত্যার শিকার দলিল লেখক মোশারফ হোসেনের স্ত্রী শাহিনুর আক্তার। সোমবার সকালে সোনারগাঁও থানা পুলিশ অভিযুক্ত আটক শাহীনুরকে জেলা ও জজ দায়রা আদালতে হাজির করলে আদালতের কাছে অভিযুক্ত শাহিনুর এ স্বীকারোক্তি দেয়। 

আদালতের কাছে শাহীনুর জানায়, পরকীয়ায় বাঁধা হওয়ায় নিজ স্বামীকে শনিবার দিন রাতে প্রথমে বৈদ্যুতিক শক দিয়ে অচেতন করার পর বাথরুমে থাকা বালতির পানিতে চুবিয়ে হত্যা করে। পরে হত্যাকাÐকে ডাকাতের হাতে মৃত্যু হয়েছে প্রচারের চেষ্টা করে। 

এরআগে, সোনারগাঁও উপজেলার কাচঁপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন এলাকার মৃত আব্দুল কাদির ভূইয়ার ছেলে মোশাররফ ভূইয়া (৪৫)’র স্ত্রী শাহীনুর সকালে ওই এলাকার লোকজনকে জানায় গতকাল শনিবার রাতে ৪/৫ জনের এক দল সশস্ত্র ডাকাত জোরপূর্বক তাদের ঘরে ঢুকে অস্ত্রের মুখে মকলকে জিম্মি করে। পরে মোশারফকে বাথরুমে নিয়ে পিটিয়ে আহত করে চলে যায়। পরবর্তীতে ডাকাতরা চলে গেলে বাড়ীর অন্যান্য সদস্যদের সহায়তায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে ডাকাতির কোন আলামত না পাওয়ায় প্রথমে সন্দেহজনক ভাবে স্ত্রী ও মেয়েকে আটক করে। 


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • পরকীয়া টিকিয়ে রাখতেই স্বামীকে হত্যা করে শাহিনুর, আদালতে স্বীকারোক্তি

Trending Now

Advertisement