সোনারগাঁও দর্পণ :
ওয়াজ মাহফিল, শহিদদের রূহের মাগফিরাতে বিশেষ দোয়া আর গণভোজের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের পরাজিত প্রার্থী সোহাগ রনি। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা যুবলীগের ব্যানারে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৭টি স্পটে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে প্রতিটি স্পটে গিয়ে স্বস্ব এলাকার নেতাকর্মীদের সাথে দেখা করেন।
পরে বাদ আসর মোগরাপাড়া ইউনিয়নের কাঁচারী মাঠে জেলা যুবলীগের ব্যানারে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়ায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরআগে, পবিত্র কোরআন খতম দেয়া হয়।