Best Viral Premium Blogger Templates

জুয়ারি স্বামীকে বাঁধা দেয়ায় নির্যাতন, সহ্য করতে না পেরে স্ত্রী’র আত্মহত্যা

Tuesday, June 21, 2022 | June 21, 2022 WIB Last Updated 2023-02-18T16:24:35Z


সোনারগাঁও দর্পণ :

ঘরের প্রয়োজনীয় তৈজষপত্র বন্ধক রেখে স্বামীকে জুয়া খেলতে বাঁধা দেয়ায় স্ত্রীকে শারীরিক নির্যাতন করেছে জুয়ারি স্বামী। স্বামীর শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে কীটনাশক পানে আত্মহত্যা করেছে দুই সন্তানের জননী রেহেনা আক্তার (৩৬) নামে এক নারী। সোনারগাঁও পৌরসভার সাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে। 



স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা জেলার লালমাই উপজেলার জগতপুর গ্রামের রেহেনা আক্তার তার স্বামী আর দুই সন্তানের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। ওই মহিলার স্বামী পেশায় দিনমজুর হলেও জুয়া খেলার অভ্যাস ছিল। এ নিয়ে প্রায়ই তাদের সংসারে ঝগড়া লেগেই থাকতো। গত সোমবার ওই নারীর স্বামী ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বন্ধক রেখে জুয়া খেলতে যাওয়ার সময় রেহেনা বাঁধা দিলে তাদের মধ্যে আবাও ঝগড়া হয়। এ সময় রেহেনাকে বেধরক শারীরিক নির্যাতন করে তার স্বামী। পরে রাত আনুমানিক ১২টার দিকে রেহেনা ঘরে থাকা কীটনাশক পান করে। বিষয়টি টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎধীন অবস্থায় ভোরে মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী আত্মগোপন করে আছে বলেও সূত্র জানায়। 


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • জুয়ারি স্বামীকে বাঁধা দেয়ায় নির্যাতন, সহ্য করতে না পেরে স্ত্রী’র আত্মহত্যা

Trending Now

Advertisement