Best Viral Premium Blogger Templates

সোনারগাঁওয়ে ডাকাত চক্রের ৬ সদস্য আটক

Monday, May 16, 2022 | May 16, 2022 WIB Last Updated 2022-05-16T13:48:09Z


সোনারগাঁও দর্পণ :

ধারালো অস্ত্র ও ককটেলসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১’র সদস্যরা। রোববার দিবাগত গভীর রাতে সোনারগাঁওয়ের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকার থেকে তাদেরকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ৩ টি ককটেল, ২টি চাইনিজ কুড়াল, ২ টি ধারালো ছুড়ি, একটি চাপাতি, দুটি লোহার রড, ৬ টি টর্চ লাইট, দুটি লোহার পাইপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 


১৬ মে দুপুরে আদমজীতে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র‌্যাব-১১’র উপ অধিনায়ক হাসান শাহরিয়ার। তিনি জানান, আটককৃত ডাকাতদের মধ্যে নানাখি মধ্যপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে আজিজুল ইসলাম (১৮), বন্দরের চাপাতলী এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০),  সোনারগাঁওয়ের নানাখি মধ্যপাড়া এলাকার দায়েনের ছেলে হৃদয় (১৮), বন্দরের ইটেরপুল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে তালিফ হোসেন (২৩), বন্দরের হরিপুর সিড়ি ব্রীজ এলাকার ইব্রাহিমের ছেলে রাজু আহম্মেদ (২২), সোনারগাঁওয়ের নয়াপুর এলাকার ইব্রাহিমের ছেলে ফারুক (১৯) গত ১ এপ্রিল গভীর রাতে সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগের অধ্যাপক মাহবুব আলমের পরিবারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে। ডাকাত চক্রটি পরস্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পনা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনকে টার্গেট করে দীর্ঘদিন ধরেই ডাকাতি করে আসছিল। কখনো কখনো গভীর রাতে সোনারগাঁও থানার বিভিন্ন নির্জন স্থানে গাছ কেটে রাস্তা বন্ধ করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি করে।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র সদস্যরা রোববার গভীর রাতে ডাকাতের এই চক্রটিকে আটক করতে সক্ষম হয়।  

আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলা করা হবে। 


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • সোনারগাঁওয়ে ডাকাত চক্রের ৬ সদস্য আটক

Trending Now

Advertisement