সোনারগাঁও দর্পণ :
মহান ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালে আত্মত্যাগদানকারী ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস লিয়াকত হোসেন খোকা। ২১ শে ফেব্রুয়ারী ভোরের সূর্য ওঠার সাথে সাথে প্রথম পহরে স্ব-স্ত্রী সমেত দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।
পুস্পস্তবক অর্পণের সময় সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকত, বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, ইউপি সদস্য মুজিবর রহমানসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।