Best Viral Premium Blogger Templates

শেখ হাসিনা বিশ্বের ৪৩তম প্রভাবশালী নারী

Wednesday, December 8, 2021 | December 08, 2021 WIB Last Updated 2021-12-08T15:46:40Z

সোনারগাঁও দর্পণ :

বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম প্রভাবশালী নারী। এমন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস। টানা কয়েক বছর ধরেই বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফোর্বস ম্যাগাজিনের ওয়েবসাইটে দ্য ওয়ার্ল্ড’স হান্ড্রেড  মোস্ট পাওয়ারফুল উইমেন - ২০২১ শীর্ষক তালিকা প্রকাশ করা হয়। এতে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর পরিচয় এবং তাদের ইতিবাচক বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ফোর্বস লিখেছে, শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি তার সরকারের চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি নির্বাচনে চতুর্থবারের মতো জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছেন।

২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতেই জয়লাভ করে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ। চতুর্থ মেয়াদে খাদ্যনিরাপত্তা, শিক্ষায় প্রবেশাধিকার এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।

এর আগে ২০২০ সালে ফোর্বসের তালিকায় বিশ্বের ১০০ জন প্রভাবশালী নারীদের তালিকায় শেখ হাসিনা ছিলেন ৩৯তম স্থানে। এরও আগে ২০১৯ সালে তিনি ২৯তম, ২০১৮ সালে ২৬তম, ২০১৭ সালে ৩০তম, ২০১৬ সালে ৩৬তম  এবং ২০১৫ সালে ৫৯তম স্থানে ছিলেন।


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • শেখ হাসিনা বিশ্বের ৪৩তম প্রভাবশালী নারী

Trending Now

Advertisement