Best Viral Premium Blogger Templates

২১ শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের এ বছরের মধ্যেই বিচার কাজ সম্পন্ন হবে - সংস্কৃতি প্রতিমন্ত্রী

Thursday, August 26, 2021 | August 26, 2021 WIB Last Updated 2021-08-26T11:37:44Z

সোনারগাঁও দর্পণ :

২০০৪ সালের ২১ শে আগস্ট আওয়ামী লীগের প্রতিবাদ সভায় গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে জড়িতদের এ বছরের মধ্যেই বিচার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং ঐতিহাসিক পানাম নগরীতে নির্মাণাধীন একাধিক কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ইতিহাস ঐতিহ্যের নগরী পানাম নগরীকে আদিরূপে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। ইতিমধ্যে পানাম নগরের একটি ভবনের সংস্কার কাজ চলছে। বর্তমানে একটি আধুনিক অডিটরিয়াম নির্মাণসহ বেশ কিছু কাজ চলছে। অনেকগুলো সংস্কার করা হচ্ছে। আশাকরি অল্প সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন হবে।

সম্প্রতি বরিশালে পুলিশ ও সিভিল প্রশাসনের সাথে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, ঘটনাটি ভুল বুঝাবুঝির কারনে হয়েছে। এখন সমঝোতা হয়েছে।

পরিদর্শনের সময় তার সাথে ছিলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহসহ অনেকে। 


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের এ বছরের মধ্যেই বিচার কাজ সম্পন্ন হবে - সংস্কৃতি প্রতিমন্ত্রী

Trending Now

Advertisement