Best Viral Premium Blogger Templates

বেদনা বিধুর শোকের মাস “আগস্ট” শুরু

Saturday, July 31, 2021 | July 31, 2021 WIB Last Updated 2021-08-01T13:46:13Z

সোনারগাঁও দর্পণ : 

০১ আগস্ট। শুরু হলো বাঙালির বেদনা আর শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির সবুজ-নীল আকাশে যে আঁধার নেমেছিল, তা ৪৬ বছরেও ঘোচেনি। হয়তো স্বাধীনতার স্বপক্ষের শক্তি যতোদিন বাঁচবে ততোদিন আগস্ট আসলেই কাঁদবে বাঙালী, বাঙলা জাতীর পিতা হারানোর শোকে। 

বঙ্গবন্ধু মানেই বাঙালি। বঙ্গবন্ধু মানেই বঞ্চিত মানুষের মুক্তির ঠিকানা। অথচ ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা কর্মকর্তা হত্যা করে স্বাধীন রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের। আল্লাহর অশেষ মেহেরবাণীতে কেবল শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

তাইতো আগস্ট আসলেই এ মাসে বাঙালীরা ভাসে শোকে । এ যেন শোকেরই মাস। 


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • বেদনা বিধুর শোকের মাস “আগস্ট” শুরু

Trending Now

Advertisement