Best Viral Premium Blogger Templates

সোনারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের তিন ভূয়া কর্মকর্তাসহ গ্রেফতার চার

Wednesday, June 9, 2021 | June 09, 2021 WIB Last Updated 2021-06-09T07:18:50Z

সোনারগাঁও দর্পণ : 

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে চাঁদা চেয়ে এখন সোনারগাঁওয়ের শ্রীঘরে অধিদপ্তরটির কর্মকর্তা পরিচয় দেয়া ভুয়া ৩ কর্মকর্তাসহ ৪ জন। গতকাল সন্ধ্যায় সোনারগাঁও থানা পুলিশ তাদেরকে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় নির্মানাধীন স্টীল মিল এ্যাম্পেয়ার চত্বর থেকে তাদের গ্রেফতার করে। 

গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের জমিরউদ্দীন মন্ডলের ছেলে মুজাহিদুল ইসলাম মানিক, নাটোর জেলার নালপুর উপজেলার গন্ডবিল গ্রামের আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলাম সেন্টু, ডেমরার রামৈল গ্রামের জমির আলীর ছেলে কামরুজ্জামান ও ময়মনসিংহের ধোবাউড়া থানার জাঙ্গালিয়া পাড়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে সরাফ মিয়া।

থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৪ ব্যক্তি পরিবেশ অধিদপ্তরের কর্মকতা পরিচয়ে বস্তল এলাকার এ্যাম্পেয়ার স্টীল মিলে অভিযানে যায়। এ সময় তারা প্রতিষ্ঠানটির কাগজ দেখতে চায়। কাগজ দেখার সময় তাদের কথায় প্রতিষ্ঠানের লোকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- অঞ্চল) মো. বিল্লাল হোসেন ও তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. ইকবাল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিবেশ অধিদপ্তরের নাম ভাঙিয়ে অভিযানে আসা ভূয়া কর্মকর্তাদের আটক করে এবং তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো- ১১-৭৫৪৬) এবং মাইক্রোবাসে থাকা এক ক্যান বিয়ার জব্দ করে। 

সোনারগাঁও থানার  সেকেন্ড অফিসার ইয়াউর রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে কোম্পানির ভিতরে প্রবেশ করে তারা ওই কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন কাগজ পত্র দেখতে চায়। পরে মিমাংসার জন্য ৫ লাখ টাকা দাবি করলে প্রতিষ্ঠানের লোকজনদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়।  

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তার ভুয়া পরিচয়ে চাঁদা দাবী ও মাদক আইনে দুটি মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • সোনারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের তিন ভূয়া কর্মকর্তাসহ গ্রেফতার চার

Trending Now

Advertisement