Best Viral Premium Blogger Templates

চেয়ারম্যান মাসুমের নিজ অর্থে তিন শতাধিক কর্মহীনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Saturday, May 8, 2021 | May 08, 2021 WIB Last Updated 2023-02-18T16:21:33Z

সোনারগাঁও দর্পণ : 

করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় তিন শতাধিক এলাকাবাসীকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। আসন্ন ঈদুল ফেতরকে সামনে রেখে তার নিজস্ব তাহবিল থেকে আজ (৮ মে) শনিবার সকালে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে তিনি এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। 

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল, পোলাও চাল, চিনি, সেমাই, দুধ ও তেল। ইঞ্জিনিয়ার মাসুম জানান, সব সময়ই তিনি অসহায় দরিদ্র মানুষের মাঝে তার সামর্থ্য অনুযায়ী সহায়তা করে আসছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগেও যেভাবে পিরোজপুরবাসীর পাশে ছিলেন এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এটাকে তিনি নিজের দায়িত্ব মনে করেন বলে মন্তব্য করেন। 

তিনি বলেন, তার এ ঈদ সামগ্রী বিতরণ চলবে আগামী ২৮ রমজান পর্যন্ত। 

এ সময় পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডাঃ আতিকউল্লাহ ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পিরোজপুর ইউনিয়ন ত্রাণ কমিটি সদস্যরাসহ অনেকে উপস্থিত ছিলেন।


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • চেয়ারম্যান মাসুমের নিজ অর্থে তিন শতাধিক কর্মহীনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Trending Now

Advertisement