Best Viral Premium Blogger Templates

সোনারগাঁওয়ে ট্রাক-এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংর্ঘষ, নিহত-২

Saturday, May 22, 2021 | May 22, 2021 WIB Last Updated 2021-05-22T09:30:39Z

সোনারগাঁও দর্পণ:

সোনারগাঁওয়ে উল্টো পথে আসা একটি ট্রাকের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আজ শনিবার (২২ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াবড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর সরকার বাড়ির জানু মোল্লার ছেলে হুমায়ুন ও একই এলাকার আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন। 

স্থানীয়রা জানায়, পণ্যবাহী একটি ট্রাকটি রহিম স্টিল মিলের সামনে থাকা ইউটার্ন থেকে উল্টোপথে মদনপুরের দিকে যাওয়ার সময় ট্রাকটি নয়াবড়ি এলাকায় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সকে সামনে থেকে ধাক্কা দিলে এ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রোগীর সাথে আসা এক স্বজন ঘটনাস্থলেই মারা যায়। অপরজনকে মুমুর্ষঅবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • সোনারগাঁওয়ে ট্রাক-এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংর্ঘষ, নিহত-২

Trending Now

Advertisement