Best Viral Premium Blogger Templates

কারাবন্দি হেফাজত নেতা মওলানা ইকবাল মারা গেছেন

Thursday, May 20, 2021 | May 20, 2021 WIB Last Updated 2021-05-20T09:39:59Z


সোনারগাঁও দর্পণ :

কারাবন্দি হেফাজতে ইসলামের নেতা মওলানা ইকবাল মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২০ মে) ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে মওলানা ইকবাল নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকাবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে নারায়ণগঞ্জ হাসপাতাল এবং পরে ঢাকা সোহরাওয়ার্দী  হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখলে মওলানা ইকবালকে লাইফ সাপোর্টে  রাখেন। সে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এরও আগে, ১১ এপ্রিল সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতের সাবেক কেন্দ্রীয় নেতা আল্লামা মামুনুল হকের নারী কেলেঙ্কারির ঘটনা পরবর্তী হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর জুরাইন থেকে সোনারগাঁও উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মওলানা ইকবাল ও মওলানা মহিউদ্দিনসহ চারজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • কারাবন্দি হেফাজত নেতা মওলানা ইকবাল মারা গেছেন

Trending Now

Advertisement