সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের বিআরটিসি’র একটি ট্রাক উল্টে দুই জন আহত হয়েছে। আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিক পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হল- চালক হাসান ও তার সহকারী।
চালক হাসান জাানয়, চালক খালি ট্রাকটি নিয়ে ঢাকা থেকে দাউদকান্দির দিকে যাওয়ার সময় সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে ট্রাকটি পিছলে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি উল্টে রোড ডিভাইডারে গিয়ে আঘাত করে।
অপরদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীর দাবি, খালি সড়কে ট্রাকটি প্রচন্ড গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ না রাখতে পেরে হঠাৎ উল্টে যায়। তাদের ধারণা, চালক হয়ত তার সহকারীকে প্রশিক্ষণ দেয়ার কাজ করাতে এ দুর্ঘটনা ঘটে।