সোনারগাঁও দর্পণ :
ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সোনারগাঁও উপজেলা শাখা। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে আলোচনা সভা ও কেক কেটে দিবসটির সূচনা করে।
সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply