সোনারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টিও সাবেক সভাপতি, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী আলী হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (৪ জানুয়ারী) সোমবার ভোর ৪টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মোগরাপাড়া ইউনিয়েনের ফুলবাড়িয়া গ্রামের মৃত তকিউল্লাহ প্রধানের ছেলে আলী হোসেন জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। সবশেষ জাতীয় পার্টির জেলা কমিটিতে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আ জবাদ জোহর মোগরাপাড়া দরগাহ বাড়ি জামে মসজিদের সামনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। আলী হোসেন মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অস্যখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply