সোনারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনের জাতীয় পার্টি সমর্থিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন একই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। আজ (৩০ ডিসেম্বর) বুধবার সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার আইনজীবিসহ গিয়ে মানহানি মামলাটি করেন তিনি।
বাদী পক্ষের আইনজীবী এড. জসিম উদ্দিন জানান, জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের জবানবন্দী রেকর্ড করা হয়েছে। বিজ্ঞ আদালত সবকিছু বিবেচনা করে রায় প্রদান করবেন। সম্প্রতি বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সোনারগাঁও পৌরসভার দরপত এলাকায় একটি সভায় সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের মা (নুরতাজ বেগম)কে নিয়ে পারিবারিক বিষয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ আপত্তিকর বক্তব্য দিয়েছেন। যাতে তার মানহানি হয়েছে বলে বাদি মনে করেন।
এ সময় আদালতে কায়সার হাসনাতের সাথে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক কামালসহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply