সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। জমি নিয়ে বিরোধ নিয়ে দ্বন্দ্বে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইলারদী গ্রামে শুক্রবার এই ঘটনা ঘটে। নিহতের নাম নুরুজ্জামান (৪০)।
স্থানীয়রা জানায়, ইলারদী গ্রামের মহাবত মিস্ত্রির বড় ছেলে নুরুজ্জামান ও ছোট ছেলে খোকন মিয়া (৩৫) জমি নিয়ে বিকালে কথা-কাটাকাটিতে জড়ায়। এক পর্যায় ধস্তাধস্তি হয়। এক পর্যায় রাগান্বিত হয়ে ছোট ভাই খোকনের হাতে থাকা বককাঁচি দিয়ে আঘাত করলে মারাত্বক রক্তাক্ত আহত হয় নুরুজ্জামান। নুরুজ্জামানের দেয়া আঘাতে খোকনও রক্তাক্ত যখম হয়। পরে দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে নুরুজ্জামানকে মৃত ঘোষণা করে চিকিৎসক। খোকন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, নিহতের লাশ ময়নাতদন্তেন জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply