সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল্লাহ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২১ডিসেম্বর) বিকালে উপজেলার চৌরাস্তা এলাকার থানা রোডের খন্দকার পাøাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে চালককে গণপিটুনি দিয়ে সড়কে থাকা ৮/১০টি গাড়ি ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শরীয়তপুর থেকে উপজেলার পিুরোজপুর এলাকায় তার ছেলের ভাড়া বাসায় বেড়াতে আসে। তাদের নাতনি ও নাতিকে নিয়ে সোমবার বিকালে চৌরাস্তায় যায়। এসময় খন্দকার সামনে শিশুকন্যাটি হঠাৎ হাত থেকে ফস্কে দৌড় দিয়ে রাস্তায় চলে যায়। এ সময় থানার দিকে যাওয়ার সময় একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে এবং পিটিয়ে মারাত্মক আহত করলে এলাকাবাসীর সহায়তায় চালক রক্ষা পায়।
এদিকে উত্তেজিত জনতা মোগরাপাড়া চৌরাস্তায় থাকা ট্রাকসহ ৮/১০টি গাড়ি ভাঙচুর করে। এ সময় থানা রোড পুরোপুরি বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিে গেলে পরিস্থিতি শান্ত হয়।
Leave a Reply