সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। রবিবার রাতে জনতা মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গণপিটুনি দিয়ে এক ছিনতাইকারীকে পুলিশের কাছে সোপর্দের পর ওই ছিনতাইকারীর দেয়া তথ্যের উপর অপর ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।
থানা সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনারগাঁও থানা পুলিশ রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল দেয়ার সময় উপজেলার মোগরাপাড়া এলাকায় ফুটওভারের নিচে জনতার জটলা দেখে এগিয়ে যায়। সেখানে পিরোজপুরের জনৈক শাহআলম চৌরাস্তা থেকে বাড়ি যাওয়ার সময় ছিনতাইয়ের কবলে পড়ে। তার কাছ থেকে সর্বস্ব লুট করে নেয়ার সময় বাঁধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে শাহআলমের চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। এ সময় শাহআলমের ডাক-চিৎকারে আাশেপাশে থাকা জনতা শম্ভুপুরা ইউনিয়নের দূর্গাপ্রসাদ গ্রামের মেছের আলীর ছেলে ছিনতাইকারী শাকিল (২২)কে ধরে গণপিটুনি দেয়। পুলিশ জটলা দেখে এগিয়ে গেলে জনতা পুলিশের কাছে শাকিলকে হস্তান্তর করে। পুলিশ তাকে চিকিৎসার জন্য সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন শাকিলকে জিজ্ঞাসাবাদে তারা মহাসড়কের বিভিন্ন স্থানে ছিনতাই কাজ করে বলে জানায় এবং তার সাথে ছিনতাই কাজে পিরোজপুর ইউনিয়েনের পিরোজপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে শফিকুলও (২৭) জড়িত বলে পুলিশকে জানায় শাকিল। পরে পুলিশ গিয়ে শফিকুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া, তাদের বিরুদ্ধে আগের মামলাও রয়েছে বলে জানায় থানা পুলিশ।
Leave a Reply