সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের মোগরাপাড়া এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী জাকির ওরফে আলাবদী জাকির গাঁজাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। দুপুরে উপজেলার মোগরাপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে জাকিরকে ২শ গ্রাম গাঁজাসহ আটক করে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল।
নাম প্রকাশে অনিচ্ছু স্থানীয় সূত্র জানায়, জাকির দীর্ঘ দিন ধরে মোগরাপাড়া এলাকার আলাবদী,পাঁচপীর দরগা, ভাগলপুর,দমদমা,খুলিয়াপাড়া,বিশেষ খানাসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী দরে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। বিষয়টি ডিবি পুলিশ আগে থেকেই জানতে পারে। পরে আজ কৌশলে তাকে আটক করে।
অপর একটি সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স ষোলপাড়া এলাকার কামাল দীর্ঘ কয়েক বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সোর্স হিসেবে কাজ করার সুবাদে কিছু অসাধু কর্মকর্তার সাথে আঁতাত করে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া মাদক দ্রব্য এনে মোগরাপাড়া এলাকার বিশেষখানা গ্রামে ভাড়ায় বসবাসকারী মাদক ব্যবসায়ী জাকির, বাহাউদ্দিন,সোর্স হানিফসহ বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে। জাকির দৃশ্যত ব্যাটারী চালিত অটো আর বাহাউদ্দিন দোকান পরিচালনা করলেও মুলত মাদক ব্যবসাই তাদের প্রধান আয়ের উৎস বলে জানায় স্থানীয়রা।
এদিকে, জাকির ডিবি পুলিশের হাতে আটকের পর অপর মাদক ব্যবসায়ী হানিফ টাকা নিয়ে ডিবি পুলিশের সাথে অনেক রফাদফার পরে ব্যর্থ হয়। পরে হানিফসহ বাকীরা গাঁ ঢাকা দেয়। পরে মাদক ব্যবসায়ী জাকিরকে মাদক আইনে মামলা দিয়ে সোনারগাঁও থানায় হস্তান্তর করে বলে জানাগেছে।
Leave a Reply