সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও উপজেলার এবং দেশের বিভিন্ন শ্রেণি পেশার অনেক প্রতিষ্ঠিত ব্যক্তির প্রাথমিক শিক্ষাগুরু আমিরুল ইসলাম মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ (২৫ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে নারায়ণগঞ্জ খানপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমিরুল ইসলাম মাস্টার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া এইচ,জি,জি,এস স্মৃতি বিদ্যায়তন সংলগ্ন ইউনিয়নের ৫৫ নং মোগরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
বাদ আসর সোনাখালী দক্ষিণপাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
‘সোনারগাঁও দর্পণ’র পক্ষ থেকে মরহুমের রূহের মাগফেরাত কামনার পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
Leave a Reply