মোকাররম মামুন :
ঘরে এলো ২০২১, বিদায় নিল ২০২০। ঠিক এক বছর আগে ভাল কিছুর প্রত্যাশায় বিশ^বাসী এমনি করে আনন্দ, আঁতশবাজি আর উৎসবের মাধ্যমে স্বাগত জানিয়েছিল ২০২০ সালকে। সবই ঠিকঠাক চলছিল। হঠাৎ বিশ^ আঁকাশে ভর করেছে করোনা নামক আতঙ্ক আর উৎকন্ঠা।
সমাজিক, অর্থনৈতিক,রাজনৈতিক,ধর্মীয়, ব্যক্তিগত এমন কোন স্থান নেই যেখানে সে আঘাত করেনি। ছোট থেকে বৃদ্ধ, পুরুষ কিংবা নারী, কাউকেই ছাড় দেয়নি সে। আশরাফুল মাখলুকাতকে শিক্ষা দেয়ার চেষ্টা করেছে সৃষ্টিকর্তার শক্তির বিষয়ে ধারণা দিতে। পথিবীতে যে দুঃখের সাগর বইছে, এতো দুঃখ আগে কখনও দেখেনি পৃথিবী। করোনা বিষের বেদনায় জর্জরিত আকাশ-বাতাস। জীবদ্দশায় যে পৃথিবীকে স্বর্গ জেনেছিল মানুষ, সেই পৃথিবী যে আসলে নরক তা বুঝিয়ে দিয়েছে ভাইরাসটি। এক অদৃশ্য ভাইরাস মানুষের সভ্যতার সামগ্রীক অগ্রযাত্রাকে ¤øান করে দিয়েছে। ভাবিয়ে তুলেছে বিজ্ঞানের উৎকর্ষকেও। চিকিৎসা বিজ্ঞানের এত অর্জনেও মুক্তি মিলছিল না এর অভিশাপ থেকে।
আসছে নতুন বছর। সফল হতে শুরু করেছে বিজ্ঞান। আশাবাদী আমরা। ২০২০ সালকে ঝেড়ে ফেলে ২০২১ সাল থেকে আবারো অদম্য গতিতে চলব আমরা। পরাস্ত হবে আতঙ্ক,ভয় আর উৎকন্ঠা। জয় হবে বিজ্ঞান আর মানবতার। নুতনের কেতন উড়িয়ে আসবে চেতনার ঝাÐা। দুর হবে গøানি, গুছে যাবে ঝরা।
সোনারগাঁও দর্পণের পক্ষ থেকে সকলকে নতুন বছরের অফুরন্ত শুভেচ্ছা আর শুভ কামনা।
Leave a Reply