আশরাফ জাহান কনক, সোনারগাঁও দর্পণ :
শিবরাম চক্রবর্তী বলেছেন, ‘বন্ধু’ পাওয়া যায় সেই ছেলেবেলায়, স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা হয় দু’রকমের। এ্যানিমি আর নন-এ্যানিমি। নন-এ্যানিমিদেরই বড়বেলায় আমরা বন্ধু বলে ভাবি।’
যদি তাই হয় তাহলে সেই প্রাণের বন্ধুদের নিয়েই আমাদের ‘মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি বিদ্যায়তনের “এস এস সি ৯৪ গ্রুপ ।
পলাতক সময়ের হাত ধরে পালিয়ে গিয়েছে সেই দিনগুলো। সময়টা ছিল বাতাবি লেবুর গন্ধমাখা। রোদের গন্ধ, মেঘের উচ্ছাস, ফুলের সৌরভ আর রঙিন প্রজাপতির সব রঙ গাঁয়ে মেখে বাতাবি লেবুকে ফুটবল বানিয়ে শুরু হত সত্যিকার বন্ধুদের নিয়ে আমার সকাল। তখন আমরা কেউ কিছু হতে চাইতাম না। আবাহনী-মোহামেডান, ব্রাজিল-আর্জেন্টিনা, ভারত-পাকিস্তান, আওয়ামী লীগ-বিএনপি। এমন কোনো ভাগেই আমরা তখন বিভক্ত হইনি। আমরা তখন শুধুই জীবনের সহজ-সরল মনে ভেসে যেতাম বল্গাহীন আনন্দে।
তবে আমাদের কিছু চাওয়া ছিল, হরিন শাবকের মত অবাধ্য, জলকন্যার মত রহস্যময়। বিকেলের দখিনা বাতাসে উড়ে যাওয়া সুতাকাটা ঘুড়িকে গাছের ডালে আমরা একসাথেই খুঁজতাম। আমার ছেলেবেলার সেই বন্ধুরা, নির্মল আনন্দে যাদের সাথে রচিত হয়েছিল আমার বন্ধুত্বের নির্মিতি।
তাদের সাথে জড়িয়ে আছে আমার শৈশব, কৈশোর আর যৌবনের দিনগুলি – আমার মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি বিদ্যায়তনের বন্ধুরা, ছেলেবেলার বন্ধুরা। জীবনের প্রথম উন্মেষকালে প্রথম সূর্যের ¯িœগ্ধ আলো রশ্মির মত সরলতা নিয়ে যাদের সাথে মিশেছিলাম স্কুলের মাঠে, মেনিখালির পাড়ে বা সিও অফিসের নোনা আর শেওলা ধরা দেয়াল ঘেরা ছোট মাঠে! কখনোবা ঐতিহ্যবাহী গ্রাংট্রাং রোডে। হয়ত কখনও শুনতে পেতাম শেহ শাহ্’র ঘোড়ার পায়ের ঘুড়ের আওয়াজ।
জীবন গড়িয়ে গেছে অনেক দূর, আমরা বড় হয়েছি বয়স, প্রতিষ্ঠায়, সম্মান ও যশে। আবার জীবনের নানান ভাঙন আমাদের দীর্ন করেছে, দূষিত করেছে; ক্ষয়ে গেছি নানাভাবে। তবুও মিথ্যে হয়নি প্রথম জীবনের ভাললাগার সেই বন্ধুরা। আজও ‘কি রে বেডা ‘ ডাকের মধ্যেই পাই সজীব প্রাণের সেই সঠিক হৃদ’স্পন্দন।
আমাদের সেই প্রানের বন্ধুদের নিয়েই ‘মেগা গেট টুগেদার ২০২১ অনুষ্ঠিত হবে আগামী ৮ ই জানুয়ারী। বন্ধুরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি তোদের সাথে দেখা করার জন্য। ‘ও বন্ধু’ তোদের মিস করছি ভীষণ !
জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’র সেই বিখ্যাত গানটা দিয়ে আজকের মতো শেষ করছি রে বন্ধুরা। সবার জন্য ভালবাসা।
‘এই মুখরিত জীবনের চলার বাঁকে,
অজানা হাজার কত কাজের ভিড়ে।
ছোট্টবেলার শত রঙ করা মুখ,
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
Leave a Reply