সোনারগাঁও দর্পণ:
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি। কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ও শহীদ মজনু পার্কে বিজয় স্তম্বে পুস্পস্তবক অর্পণ করেন তারা।
এসময় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, আহবায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরজাহান, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা মানিক, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply