সোনারগাঁও দর্পণ :
দেশের সর্বাধিক প্রকাশিত পত্রিকা দৈনিক প্রথম আলো’র সোনারগাঁও প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের বাবা আব্দুল করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৃহস্পতিবার বেলা ১১ টায় মরহুমের নামাজে জানাযা উপজেলার সনমান্দীর হাসান খাঁন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে সাংবাদিক মনিরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি নামাজে জানাযা সকলকে শরিক হয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন সাংবাদিক মনির।
এরআগে, গত রবিবার (৩০ নভেম্বর ) রাতে হঠাৎ বুক ব্যথা অনুভব হলে সাংবাদিক মনিরের বাবা আব্দুল করিমকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎমসার জন্য ঢাকা আজগর আলী হাসপাতালে পাঠিয়ে দেন। তারপর থেকে সেখানেই তিনি আইসিওতে চিকিৎসাধীন ছিলেন।
আব্দূল করিমের মৃত্যুতে ‘সোনারগাঁও দর্পণ’ পরিবার গভীর শোক জানিয়েছে। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। এছাড়া, তার মৃত্যুতে সোনারগাঁও প্রেস ক্লাব,নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।