সোনারগাঁও দর্পণ :
বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ডাকে সোনারগাঁও আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ জানিয়ে নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেছেন, আওয়ামী লীগের কাণ্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনারগাঁওয়ে যাকেই নৌকার মনোনয়ন দিবেন সোনারগাঁও আওয়ামী তার পক্ষে কাজ করে নৌকার মান রাখবে।
আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচন উপলক্ষে শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁও পৌরসভার উদ্ধবগঞ্জে হাজী শহিদুল্লাহ প্লাজার সামনে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
কায়সার হাসনাত আরও বলেন, সোনারগাঁও পৌরসভায় কোন বহিরাগতকে ঠাঁই দেয়া হবে না। এ নির্বাচন আওয়ামীলীগের অস্তিত্বের নির্বাচন। কোন হুমকি-দামকি আর চলবে না।
বর্তমান সাংসদ জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী’র দয়ায় তিনি এমপি হয়েছেন, সেই শেখ হাসিনার আওয়ামী লীগকেই ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছেন। আওয়ামী লীগ ও এর সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ব্ল্যাকমেইল করে তার পক্ষে আর আওয়ামী লীগের বিপক্ষে কাজ করাচ্ছেন বলে অভিযোগ করেন। তাই, নৌকাকে বিজয় করতে আজ সোনারগাঁও আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি।
পৌরসভার ৯ নং ওর্য়াড আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সহ-সভাপতি মাসুম চৌধুরী, সাবেক ছাত্রলীগ সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরমান হোসেন মেরাজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হুমায়ুন কবির খোকন, সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ প্রমুখ।
এছাড়াও, সোনারগাঁও থানা ও পৌরসভা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply