সোনারগাঁও দর্পণ :
আজ ১৩ ডিসেম্বর। সোনারগাঁও হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে তৎকালীণ পাক হানাদার বাহিনীর নির্যাতন,অগ্নিসংযোগ,ধর্ষণ,লুটপাট থেকে সোনারগাঁওবাসীকে রক্ষা করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তাদের জীবনবাজী রাখা অকুতোভয় আক্রমনে পাক সেনারা সে দিন সোনারগাঁও (তৎকালীণ বৈদ্যেরবাজার) থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সোনারগাঁয়ের মটিতে উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা।
দিবসটি উপলক্ষে সে দিনের স্মৃতিচারণ করতে আলোচনা সভা করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক আতিকুল ইসলাম। এছাড়া, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব মাহফুজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply