সোনারগাঁও দর্পণ :
ব্যাটারি চালিত অটোরিক্সা উল্টে জিয়াউর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত জিয়াউরের বাড়ি সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড়িবাড়ী গ্রামে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় এলাকাবাসী জানায়, বিকাল আনুমানিক ৩টার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সায় চড়ে যাওয়ার সময় বহনকারী অটোটি উল্টে গেলে মারাত্মক আহত হয় জিয়াউর। স্থানীয়রা প্রথমে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে তাকে ঢামেক (ঢাকা মেডিকেল কলেজ) হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।