সোনারগাঁও দর্পণ :
বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ,উলুকান্দি মাদ্রাসার সাধারণ সম্পাদক ও সাবেক কৃষক লীগ নেতা ডাঃ আব্দুর রউফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিঊন)। রাত ৯টার দিকে মদনপুর এলাকার আল বারাকাহ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তার মৃত্যু হয়।
স্থানীয় একটি সূত্র জানায়, আব্দুর রউফ চেয়ারম্যান হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে, তাকে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে ডাক্তার আব্দুল রউফ এর মৃত্যু সংবাদ পেয়ে শোক জানিয়েছেন, সোনারগাঁও আসনের সাবেক সংসদ আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য মাহফুজুর রহমান কালাম, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম। সকালে বৈদ্যেরবাজার ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।